12月3日的Al-Wafi应用程序分析
Al-Wafi
- Redwan Un Noor
- Google Play 商店
- 免费
- 图书与参考资料
এই অভিধানের এন্ট্রিসংখ্যা প্রায় ৭৫ হাজার। সকল এন্ট্রি সরল বর্ণানুক্রমে সাজানো হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শব্দমূল বা مادة উল্লেখ করা হয়েছে। اسم এন্ট্রির جمع এবং فعل এন্ট্রির باب ও مصدر দেখানো হয়েছে। আধুনিক ও ব্যবহারিক আরবী শব্দের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এন্ট্রি হিসেবে সাধারণ শব্দ ছাড়াও দেশের নাম ও বড় বড় নগরীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কোরআন শরীফের সকল মূল শব্দ এবং হাদীস, ব্যাকরণ ও অলংকারশাস্ত্রের বেশ কিছু পরিভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
“আল-ওয়াফী” অভিধানের অ্যাপটি পাঠকদের সুবিধার্থে বিনামূল্যে দেয়া হয়েছিল। তারপর নিজেদের তাগিদে ও ব্যবহারকারীদের অনুরোধে তা কয়েক ধাপ আপডেটও করা হয়েছে। এখন বাংলা শব্দ লিখলে তার আরবী প্রতিশব্দও চলে আসে। এছাড়া বাংলা অক্ষর দিয়ে আরবীর উচ্চারণটি লিখে দিলেও আরবী এন্ট্রি চলে আসে। এতে যাদের মোবাইলে আরবী কি-বোর্ড নেই কিংবা যারা আরবী লিখতে অভ্যন্ত নন তারাও বাংলা উচ্চারণ লিখেই আরবী শব্দের অর্থ দেখতে পারবেন। আশা করি, এভাবে অ্যাপটির প্রয়োজনীয় আপডেট চলতে থাকবে।
প্রথমে বিনামূল্যে ব্যবহারের স্বার্থে অ্যাপটিতে বিজ্ঞাপনের অপশন রাখা হয়েছিল। তাতে কিছুটা সমস্যা দেখা দেওয়ায় এবং কোন কোন ব্যবহারকারী বিজ্ঞাপন বাদ দিতে অনুরোধ করায় বিজ্ঞাপন সরিয়ে দেয়া হল। সে ক্ষেত্রে যাতে অ্যাপটি চালু রাখা যায় সে জন্য সম্মানিত গ্রাহকদের জন্য হাদিয়া মূল্য ধার্য করা হয়েছে মাত্র ১০০ (একশত) টাকা। অতএব যারা অ্যাপটি ব্যবহার করেছেন তাদের 01712710928 পারসোনাল বিকাশ নম্বরে ১০০ টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হল। আশা করি, সবাই বিষয়টির যৌক্তিকতা স্বীকার করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ।
Al-Wafi 使用排名
使用率排名基于 Similarweb 的算法,该算法会计算 28 天内的当前安装量和活跃用户数。
所有品类在
美国--
图书与参考资料在
美国--
每日活跃用户数量
查看Al-Wafi动态下载量和日常活跃用户,以便分析Al-Wafi用户的使用模式
用户
查看Al-Wafi动态下载量和日常活跃用户,以便分析Al-Wafi用户的使用模式
解锁每日活跃用户数10月11月12月
动态Al-Wafi排名统计
Al-Wafi的 Similarweb 使用排名和Google Play 商店排名
使用排名
排名
十二月 3, 2025